শিরোনাম
Home / অপরাধ / বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতা ও বিতর্কিত সেই পিপি বহিষ্কার

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতা ও বিতর্কিত সেই পিপি বহিষ্কার

ঘোষণা ডেস্ক :পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি জরুরি সভা ডেকে তাকে সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) সকালে। ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নিলুফার শিরিন লিখিত অভিযোগে জানান, সেদিন সকাল ৯টার দিকে তার বাসার গৃহকর্মীর মাধ্যমে একটি মামলার নথিপত্রের সঙ্গে ৫০ হাজার টাকার বান্ডিল পাঠান পিপি রুহুল আমিন। অভিযোগ অনুযায়ী, নারী ও শিশু মামলা নং–২৬১/২৫-এর জামিনের বিষয়ে এর আগে তিনি বিচারকের মোবাইলে একাধিকবার সুপারিশও করেছিলেন। শুধু তাই নয়, আলোচিত শহীদ জসীমউদ্দীনের মেয়ের ধর্ষণ মামলাতেও আসামিপক্ষের হয়ে যোগাযোগ করার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিচারক নিলুফার শিরিন জানান, ঘুষ পাঠানোর ঘটনায় আমি অপমানিত ও ক্ষুব্ধ হয়েছি। বিষয়টি আমি আইনজীবী সমিতি ও জেলা জজের পিপিকে জানাই। তারা আমাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে বলেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, একজন পিপি যদি রাষ্ট্রের পরিবর্তে আসামিপক্ষকে সুবিধা দিতে বিচারকের কাছে ঘুষ পাঠান, এটি খুবই নিন্দনীয়। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে পিপি রুহুল আমিন বলেন, সবই ষড়যন্ত্র। আমি দীর্ঘদিন সততার সঙ্গে আইন পেশায় কাজ করে আসছি।

Check Also

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ সিএমপির পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যকে গ্রেফতার করা …