শিরোনাম
Home / আদালত / ২৬০ কোটি টাকার খেলাপি ঋন: আসলাম চৌধুরী দম্পতির গ্রেপ্তারি পরোয়ানা

২৬০ কোটি টাকার খেলাপি ঋন: আসলাম চৌধুরী দম্পতির গ্রেপ্তারি পরোয়ানা

ঘোষণা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ সিভয়েস২৪’কে বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মোট খেলাপি ঋণের পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে গতকাল আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এ আদেশ দেওয়া হয়। ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়। ফলে ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলাম চৌধুরী জামিনে কারাগার থেকে মুক্তি পান। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ৭৬টি মামলা হয়।

Check Also

পাঁচলাইশে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

মো: জিয়াউল হক :চট্টগ্রাম নগরের পাঁচলাইশে বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল ও অবৈধ …