শিরোনাম
Home / অপরাধ / পাঁচলাইশে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ৫০ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

মো: জিয়াউল হক :চট্টগ্রাম নগরের পাঁচলাইশে বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল ও অবৈধ সেক্সের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে এ অভিযান চালানো হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই যুবক—আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিনকে (২০) গ্রেপ্তার করা হয়।

অভিযানে তিন বস্তা ট্যাবলেটের কৌটা, আট বস্তা কথিত ন্যাচারাল ড্রিংকিং পাউডার এবং তিন বস্তা নীল রঙের পাউডার প্যাকেট উদ্ধার করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ওষুধগুলো ভেজাল ও অবৈধ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

Check Also

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ সিএমপির পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) এক সদস্যকে গ্রেফতার করা …