
চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়ায় অলিখিত ব্যাংক চেক জালিয়াতি করে মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে মামলার আদেশ দিলেন আদালত।সোমবার (১১ আগস্ট) চকরিয়া থানায় ওই মামলার বাদী ও তার স্বামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন উপ-পরিদর্শক মো. আবুল খায়ের।
অভিযুক্তরা হলেন- পৌরসভার বাঁশঘাটা সড়কের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জুনি আক্তার (৩২) ও তার স্বামী বেলাল উদ্দিন (৪৩)।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রতিবেশী আসমা উল হোসনা তার স্বামীর চিকিৎসার জন্য জুনি আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নেন। টাকার বিপরীতে চারটি অলিখিত ব্যাংক চেক ও তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প দেন। পরে আসমার পক্ষে তার খালাতো বোন লিপি আক্তার আরও ৩০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা সুদে নেন। মাসিক সুদসহ মোট ১ লাখ ৮ হাজার টাকা পরিশোধ করেন লিপি।
অভিযোগ অনুযায়ী, টাকা পরিশোধের পরও জুনি আক্তার চেক ফেরত দেননি। বরং স্বামী বেলাল উদ্দিনের সহায়তায় ওই চেকের টাকার পরিমাণ পরিবর্তন করে ৫ লাখ টাকা লিখে ব্যাংকে জমা দেন। চেকটি ডিজঅনার হলে জুনি আক্তার বাদী হয়ে লিপি আক্তারকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে মিথ্যা বলে প্রমাণিত হয়।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম যুগান্তরকে বলেন, মিথ্যা মামলার বাদী জুনি আক্তার ও তার স্বামী বেলাল উদ্দিনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার ধারায় থানাকে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত। গত ২২ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এই আদেশ দেন।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জুনি আক্তার ও বেলাল উদ্দিনের নামে সোমবার দুপুরে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।