শিরোনাম
Home / রাজনীতি / লটারির মাধ্যমে নির্বাচনকালীন এসপি, ওসিদের বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা

লটারির মাধ্যমে নির্বাচনকালীন এসপি, ওসিদের বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘোষণা ডেস্ক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল জেলার পুলিশ সুপার (এসপি) এবং অফিসার-ইন-চার্জদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ আগষ্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনকালীন কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। তারই অংশ হিসেবে আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে, সে বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রার্থীরা প্রায়শই তাদের পছন্দের কর্মকর্তা নিয়োগের দাবি জানান। এই প্রবণতা রোধ করতেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমের উপস্থিতিতে লটারির মাধ্যমে কর্মকর্তাদের নতুন পদায়ন করা হবে। তারা যেখানেই থাকুন না কেন, নির্বাচনের আগে এ প্রক্রিয়ার আওতায় বদলি হবেন, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

Check Also

অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে

ঘোষণা ডেস্ক : বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম …