শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেপ্তার

চট্টগ্রামে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে তরুণীকে ধর্ষণ, বান্ধবী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় এলাকায় কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তারই ঘনিষ্ঠ বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তের নাম শারমিন আক্তার (২০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ,তবে পেশাগত কারণে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, ভুক্তভোগী তরুণী বিবাহিত এবং তার স্বামী গ্রামে থাকেন। শারমিন ও সহকর্মী একই বাসায় থাকতেন। অভিযোগ অনুযায়ী, দেড় মাস আগে শারমিন অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ কিনে আনেন। পরে বেল্ট ব্যবহার করে ভুক্তভোগীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন।

পরে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে দেড় মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এতে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়েন। সোমবার রাতে বাবাকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে শারমিনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Check Also

বিএনপির নয়, দেশ ও জনগণের সাংবাদিক হউন : সাংবাদিকদের আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :সাংবাদিকদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের …