শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম ক্লাবের একটি গেস্ট হাউজ কক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাবের ভিআইপি রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকাফেরত হারুন অর রশিদ ক্লাবের একটি ভিআইপি কক্ষে উঠেছিলেন। রাত সাড়ে ১০টার দিকে রুমে প্রবেশ করেন তিনি। এরপর সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ সন্দেহে দরজায় ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেলে পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, তিনি বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধানের মরদেহ ক্লাবের রুমেই পাওয়া গেছে। তার মৃত্যু স্বাভাবিক নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এম হারুন অর রশিদের আত্মীয় এনাম আহমেদ জানান, সোমবার একটি মামলায় হাজিরা দিতে তিনি চট্টগ্রাম এসেছিলেন। তিনি বলেন, “উনি একাই ছিলেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা গেছেন।”

মুক্তিযুদ্ধের বীর সেনানী হিসেবে খ্যাত এম হারুন অর রশিদ বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত ছিলেন। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর দশম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের হাটহাজারীর সন্তান হলেও তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন। অবসরের পর বিভিন্ন ব্যবসায় যুক্ত হন। একপর্যায়ে তিনি ডেসটিনি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট হন এবং সেই সূত্রে তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির একাধিক মামলা হয়। এসব মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগও করেন।

Check Also

চান্দগাঁও থানার বিশেষ অভিযান: ২৫ সক্রিয় ছিনতাই ও চোর চক্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ …