
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন মোগরা এলাকায় চাঁদা না পেয়ে ইউসুফ নামে এক ব্যবসায়ীর ঘরে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন ওই ব্যবসায়ী ।শুক্রবার (১ আগস্ট) রাত ১১টায় উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কিছু চাঁদাবাজ ইউসুফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ইউসুফ ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরবর্তীতে তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ইউসুফের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছ।