শিরোনাম
Home / চট্টগ্রাম / রাউজানে সংঘর্ষ:চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিকার পদ স্থগিত

রাউজানে সংঘর্ষ:চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিকার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের রাউজানে বিএনপির দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পদ হারালেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তাকে সব পর্যায়ের পদ থেকে স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই ভাবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্বে ছিলেন গোলাম আকবর খোন্দকার।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে সন্ধ্যায় কেন্দ্র থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে কাউকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়নি। সেই কমিটিতে সদস্য করা ৯ জনকে পরে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় বিএনপি। ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি আজ বিলুপ্ত হয়। কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি সাড়ে চার বছরেও।

এদিকে চিঠিতে উল্লেখ করা হয়, গিয়াস কাদের চৌধুরী সম্প্রতি নিজ এলাকায় দলের অভ্যন্তরে হামলাসহ সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আপনি উসকানিমূলক ভূমিকা রেখে এলাকায় অরাজক রাজনীতি চালিয়ে গেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় গঠনতান্ত্রিক বিধান অনুসারে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে আপনাকে (গিয়াস কাদের) নির্দেশক্রমে স্থগিত করা হলো।

দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের কাছে অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রাউজানে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার ও গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম আকবর খোন্দকারসহ উভয় গ্রুপের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হন।

Check Also

চট্টগ্রামে ২১ লাখ টাকার পাহাড়ি অবৈধ কাঠ জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের মইজ্জারটেকে ২১ লাখ টাকা মূল্যের ২০৬ ঘনফুট পাহাড়ি অবৈধ কাঠ ও ট্রাকসহ …