শিরোনাম
Home / সারাদেশ / মাইলস্টোন ট্র্যাজেডি: অগ্নিদগ্ধ আয়া মাসুমা মৃত্যুর পূর্বে গহনা খুলে স্বামীর কাছে দেন

মাইলস্টোন ট্র্যাজেডি: অগ্নিদগ্ধ আয়া মাসুমা মৃত্যুর পূর্বে গহনা খুলে স্বামীর কাছে দেন

ঘোষণা ডেস্ক : ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিধ্বস্থ বিমানের আগুন থেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দেয়া স্কুল কর্মী (আয়া) মাসুমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৫দিন লড়াই করে শনিবার (২৬ জুলাই) মারা যাওয়া মাসুমার শেষ ঠিকানা হয়েছে পারিবারিক কবস্থানে।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভোলার বোরহানউদ্দিনের দক্ষিণ কুড়ালিয়া নয়া বাড়িয়া বায়তুন নুর জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধিসহ জানাজায় অংশ নেয় শোকাহত গ্রামবাসী।

সরেজমিনে মাসুমার বাড়িতে গিয়ে দেখা যায়, সামনের রাস্তায় জানাজার অপেক্ষায় নিহত মাসুমার লাশবাহি গাড়ি। নিহতের স্বজনদের বিলাপ আহাজারিতে ভারি দক্ষিণ কুড়ালিয়া গ্রাম। মাসুমার এমন বিদায়ে পুরো গ্রামে এখন শোকের ছায়া।

নিহতের স্বামী মো. সেলিম জানান, ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্থের সময় শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে অন্যদের সাথে দগ্ধ হন আয়া মাসুমা বেগম। চিকিৎসার জন্য ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার সকালে মৃত্যু হয় তার। হেরে যান জীবনযুদ্ধে। ঢাকা থেকে রাতেই তাকে ভোলার বোরহানউদ্দিনে নেয়া হয়।

সেলিমের সঙ্গে শেষ কথা হয় দুর্ঘটনার দিন হাসপাতালের জরুরি বিভাগে। ক্ষমা চান স্বামীরে কাছে। নার্সের মাধ্যমে নাক-কানের অংলকার খুলে দেন। সন্তানদের দেখভালের অনুরোধ জানান।

সন্তানের মায়া থেকেই শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে যান। সরে যাওয়ার সুযোগ থাকার পরও সরেননি তিনি। স্ত্রীকে হারিয়ে নিজেকে নিঃস্ব বলে উল্লেখ করেন সেলিম।

মাসুমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে আবদুল্লাহ জানান, মায়ের মৃত্যুর সাথে সাথে তার ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন অনিশ্চয়তায় পড়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়াবে সে কারণে ছেলেকে ভালো করে পড়াশোনার তাগিদ দিতেন মাসুমা।

রোববার সকালে স্থানীয় নয় বাড়িয়া বায়তুন নুর জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে। এতে অংশ নেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান উজ জামানসহ বিভিন্ন পেশাজীবী।

এসময় মাসুমার অসহায় পরিবারের জন্য সহায়তা চেয়েছেন এলাকাবাসী। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইউএনও।

মাসুমার স্বামী সেলিম ঢাকার একটি পোশাক কারখানায় গাড়ি চালকের চাকরি করেন। ছেলে আবদুল্লাহ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও মেয়ে সুমাইয়া বিবাহিত।

Check Also

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি : বৈষম্যবিরোধী নেতাসহ ৫ জন আটক

ঘোষণা ডেস্ক :রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় …