শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি: র‍্যাবের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি: র‍্যাবের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী এবং শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব।

অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। মঙ্গলবার (২২ জুলাই) নগরের রিয়াজউদ্দিন বাজারে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আব্দুর রহিম।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রিয়াজউদ্দিন বাজারে নকল প্রসাধনী এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব পণ্যর মধ্য ২১৮ লিটার নকল সয়াসস, ৫১১টি নকল লাক্স সাবান এবং ২ কেজি মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

এসব জব্দকৃত পণ্য ধ্বংস করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Check Also

চট্টগ্রামে জালিয়াতি করে সরকারি সম্পত্তি বেহাত, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরে সরকারি জমির কাগজপত্র জালিয়াতি করে ব্যক্তির নামে খতিয়ান তৈরির অভিযোগ উঠেছে। …