শিরোনাম
Home / বিশ্ব / ২০ বছর কোমায় থাকার পর সৌদি রাজপুত্র আর জেগে উঠলেন না!

২০ বছর কোমায় থাকার পর সৌদি রাজপুত্র আর জেগে উঠলেন না!

ঘোষণা ডেস্ক :একটি দীর্ঘ অপেক্ষার শেষ, ঘুমন্ত রাজপুত্রের চিরঘুম। একজন বাবা প্রায় ২০ বছর ধরে তাকিয়ে ছিলেন তার প্রিয় সন্তানের দিকে-অচেতন, নিথর, তবু জীবিত! জীবনের সঙ্গে মৃত্যুর এক নীরব সীমানায়-ঘুমের মতো, অথচ নিছক ঘুম নয়। ছিলেন বেঁচে, অথচ জেগে ছিলেন না! হৃদয়ের সমস্ত প্রার্থনা, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে প্রতিদিন কামনা করতেন এক অলৌকিক জাগরণের। কিন্তু সেই আরাধ্য জেগে ওঠা আর হলো না।

শনিবার(১৯ জুলাই) শেষবারের মতো চোখের সামনে নিঃশ্বাস ফেললেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’-প্রিন্স আলওয়ালিদ বিন খালিদ বিন তালাল। রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রায় দুই দশক ধরে কোমায় থাকা এই তরুণ এবার বিদায় নিলেন পৃথিবী থেকে। বয়স হয়েছিল মাত্র ৩৬।

২০০৫ সাল। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। মাথায় আঘাত, রক্তক্ষরণ, অপারেশন-সবকিছুই যেন এক দুঃস্বপ্নের সূচনা। তারপর শুরু হয় এক নিঃশেষ অপেক্ষা, যেখানে সময় থমকে ছিল, কিন্তু ভালোবাসা ছিল জীবন্ত!

পিতার নাম প্রিন্স খালেদ। যিনি তার সন্তানকে হার মানতে দেননি। জীবন-মৃত্যু আল্লাহর হাতে-এই বিশ্বাসে তিনি কখনো ছেলের লাইফ সাপোর্ট খুলে ফেলতে দেননি। অগণিত ডাক্তার, বছরের পর বছর চিকিৎসা, অসংখ্য মানুষের দোয়া-সব মিলিয়ে যেন এক টিকে থাকার মহাকাব্য হয়ে উঠেছিল প্রিন্স আলওয়ালিদের জীবন।

একবার খুব সামান্য নড়াচড়ার লক্ষণ দেখা দিয়েছিল। সেই মুহূর্তে যে আশার আলো জ্বলে উঠেছিল পরিবারে, তা নিভে গেল এবার এক চিরন্তন নীরবতায়।

চলতি বছরের জুনে, ঈদুল আজহার তৃতীয় দিনে প্রিন্স খালেদ যখন তার অন্য দুই সন্তানকে নিয়ে ঘুমন্ত পুত্রকে দেখতে যান। তখন তোলা ছবিগুলো যেন হয়ে উঠেছিল এক জীবন্ত প্রতিচ্ছবি-ভালোবাসা, প্রতীক্ষা আর অনন্ত কষ্টের।

প্রিন্সের এই দীর্ঘ যন্ত্রণাময় জীবনের গল্প শুধু তার পরিবারকেই নয়, ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে লক্ষ মানুষের হৃদয়। সামাজিক মাধ্যমে তার জন্য দোয়া করেছেন অগণিত মানুষ। কেউ তাকে দেখেন সাহসের প্রতীক হিসেবে, কেউ আবার জীবনের ক্ষণস্থায়ীত্বের উপলব্ধি হিসেবে।

শনিবার সামাজিক মাধ্যমে প্রিন্স খালেদ নিজেই ঘোষণা করেন তার ছেলের মৃত্যু সংবাদ। হৃদয়বিদারক সেই বার্তায় তিনি জানালেন না কোনো অভিযোগ, না কোনো হতাশা-শুধু একজন পিতার শোকাবহ প্রার্থনা, ‘আল্লাহ তাকে রহম করুন।’

আজ রবিবার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে হবে জানাজা। এরপর শুরু হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা, যা মঙ্গলবার অব্দি চলবে।

ঘুমন্ত রাজপুত্র এবার সত্যিকারের ঘুমে চলে গেলেন। কিন্তু তার প্রতি পিতার অটল বিশ্বাস, তার জন্য এক জাতির দোয়া, আর জীবনকে আঁকড়ে ধরে থাকা এই দীর্ঘ যুদ্ধ-তা চিরকাল জীবন্ত থাকবে মানুষের হৃদয়ে।

আজ আর কোনো যন্ত্র নেই, নেই আর কোনো বিছানা, নেই অবচেতন দেহের নীরবতা। তিনি ঘুমিয়ে গেছেন-চিরতরে। তবে তার গল্প, তার প্রতি এক বাবার অমল বিশ্বাস আর ভালোবাসার ইতিহাস চিরকাল রয়ে যাবে মানুষের মনে। শেষ নয় যেন এটা এক সাহসী প্রতীক্ষার ইতিহাস!

Check Also

ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

ঘোষণা ডেস্ক : অবৈধভাবে অনুপ্রবেশসহ একাধিক অভিযোগে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ ৫ আওয়ামী লীগ ও …