শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিলো দূর্বৃত্তরা

চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিলো দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর (চট্ট-মেট্রো-জ-১১-১১০৯)।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, চালক-হেলপারের কথা সন্দেহজনক। তাই তাদের হেফাজতে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাইভার ও হেলপারকে হেফাজতে নিয়েছি। তাদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

ফায়ার সার্ভিস জানায়, ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

Check Also

চট্টগ্রামে ৪৯ ভরি স্বর্ণ চুরি, স্বর্ণ-নগদ টাকাসহ ৪ নারী গ্রেফতার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের একটি বাসা থেকে ৪৯ ভরি স্বর্ণ চুরির মামলায় গৃহপরিচারিকার মেয়েসহ ৪ জনকে …