শিরোনাম
Home / অপরাধ / চকরিয়ার পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণকারী সেই চোর গ্রেফতার

চকরিয়ার পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণকারী সেই চোর গ্রেফতার

ঘোষণা ডেস্ক :কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণকারী মো. আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের পর বুধবার (১৬ জুলাই) পুলিশ অভিযান পরিচালনা করে আরও কয়েকজন আসামির সাথে তাকেও গ্রেফতার করে।

চুরি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তার মোবাইল কল লিস্ট ধরে এবং ভিকটিম ছবি দেখে আবুল কালাম পারভেজকে ধর্ষক হিসেবে শনাক্ত করে। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। তিনি বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে গ্রেফতার এড়াতে একাধিক বিয়ে ও চকরিয়া এবং লামার ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, গত সোমবার ১৫ (জুলাই) রাত তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাড়া বাসার নিচতলায় জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পড়া এক ব্যক্তি। পরে দরজা দিয়ে ঢুকে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে। ভিকটিমের মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান তিনি।

ভাড়া বাসায় পুলিশ কনস্টেবলের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। স্বামী চাকুরির সুবাধে কক্সবাজারে ছিলেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী পুলিশ কনস্টেবল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

Check Also

চাচাকে বাবা সাজিয়ে চাকরি নেওয়া নাচোলের সেই ইউএনওকে ওএসডি

নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) …