শিরোনাম
Home / আদালত / লোহাগাড়ায় ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে আটক সাংবাদিক নাজিম উদ্দিন জামিনে মুক্ত

লোহাগাড়ায় ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে আটক সাংবাদিক নাজিম উদ্দিন জামিনে মুক্ত

ঘোষণা ডেস্ক :ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে আটক যুগান্তরের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানা জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম চিফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোতাসিম বিল্লাহ।

জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ।

প্রসঙ্গত, সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়া ভুমি অফিসে তথ্য চাইতে গিয়ে দৈনিক যুগান্তরের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

Check Also

চবিতে সংঘর্ষের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের …