
ঘোষণা ডেস্ক :ভূমিদস্যু, প্রতারক ও আওয়ামীলীগের দোসর আব্দুল বাতেনের কবল থেকে ওয়াহিদ ইলেকট্রিশিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন রক্ষার দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাটস্থ আরাকান রোডের ওয়াহিদ ইলেকট্রিশিয়ান’স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে শনিবার (১২ জুলাই) বিকাল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্র জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে প্রতারক আব্দুল বাতেনকে গ্রেফতার ও ফাউন্ডেশনের জন্য প্রশাসক নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক আহমেদ কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন, চান্দগাঁও থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল হান্নান রুবেল, শ্রমিক নেতা সাহাবউদ্দীন, মানবাধিকার কর্মী সিরাজ সিকদার ও ইলেকট্রিশিয়ান রহিম।
সভাপতির বক্তব্যে আহমেদ কবির বলেন,
“আব্দুল বাতেন ধর্মীয় লেবাস পরে ফাউন্ডেশনের নেতৃত্বে এসে প্রতিষ্ঠাতা এ. এম. ওয়াহিদের এতিমখানা বন্ধ করে সেখানে অবৈধ বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলেছে। প্রায় ৩০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে নিজ কন্যা ও আত্মীয়দের নিয়ে পকেট কমিটি গঠন করেছে। তিনি প্রতিষ্ঠানটির নামফলক পর্যন্ত মুছে দিয়েছেন, যা অত্যন্ত ন্যাক্কারজনক।”
মানবাধিকারকর্মী এম আওলাদ হোসেন বলেন, “আব্দুল বাতেন গত ২৮ মাস ধরে ফাউন্ডেশনের কোনো কার্যক্রম পরিচালনা করেননি। বরং গরিব- এতিমদের জন্য বরাদ্দকৃত অর্থ একক স্বাক্ষরে তুলে আত্মসাৎ করেছেন। আমরা জানতে পেরেছি তিনি এই সম্পত্তি দ্বিতীয় কোন পক্ষকে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই গরীবের এই সম্পদ রক্ষায় ফাউন্ডেশনের দায়িত্ব থেকে এই দূর্নীতিবাজকে সরিয়ে অচিরেই প্রশাসক নিয়োগ জরুরী।
এসময় বক্তারা বলেন, “ওয়াহিদ ইলেকট্রিশিয়ান’স ফাউন্ডেশন চট্টগ্রামের একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। এর ভবিষ্যৎ যেন প্রতারকের হাতে ধ্বংস না হয়, সে লক্ষ্যে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”