শিরোনাম
Home / অপরাধ / মাত্র ৭ ঘন্টায় চট্টগ্রামে বৃদ্ধের চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ ব্যাগ এনে দিলো পুলিশ

মাত্র ৭ ঘন্টায় চট্টগ্রামে বৃদ্ধের চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ ব্যাগ এনে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ মোড় এলাকায় চুরির ঘটনায় নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাত ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ১২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত নুর হোসেন কালুর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জুলদি গ্রামে। তিনি নগরের বাকলিয়া এলাকায় বসবাস করেন।

বুধবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, গত ৭ জুলাই স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা করে আনোয়ারা উপজেলা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। তিনি নতুন ব্রিজ মোড়ে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে তার ব্যাগ রেখে ফোনে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর ফোন বন্ধ করে নিচে তাকালে তিনি দেখেন, ব্যাগটি আর সেখানে নেই। ব্যাগটিতে ছিল সাত ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং নগদ টাকা। এ ঘটনায় পুলিশকে খবর দেন তিনি। পুলিশের অভিযান পরিচালনা করে একদিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, অভিযুক্ত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি এবং অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

Check Also

নোংরা পরিবেশ :মেম্বার হোটেল ও হোম মেইড ফুডসকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক :সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মেম্বার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে …