
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের আনোয়ারায় থানার ওসির নাম ভাঙ্গিয়ে দুটি ইলেকট্রনিক্স শো-রুম থেকে সুকৌশলে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পশ্চিম পাড় (হাজী খায়ের মোহাম্মদ কলোনী) ৩১ নন্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় কৌশলে হাতিয়ে নেওয়া ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান দু’টি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. সুমন। তিনি নগরের কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ঘটনা যাচাইয়ের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘীর পশ্চিম পাড় (হাজী খায়ের মোহাম্মদ কলোনীর ৩১ নম্বর বাসা) থেকে আসামী মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটারের একটি ফ্রিজ, একটি সিঙ্গার ব্র্যান্ডের সিলিং ফ্যান উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি পটিয়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রতারণার ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না এই বিষয়ে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য যে, গত ২৭জুন সকালে আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয় দিয়ে ‘পশ্চিম বৈরাগ আল-মদিনা ইলেক্ট্রনিক্স’ থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি এবং দুইটি সিলিং ফ্যান ও ‘বটতলী শাহ আমানত ইলেকট্রনিক্স’ থেকে একটি ফ্রিজ প্রতারক চক্র হাতিয়ে নেয়। পরবর্তীতে এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।