শিরোনাম
Home / অর্থনীতি / একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে ন্যাশনাল ব্যাংকসহ দুর্বল ৬ ব্যাংক

একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে ন্যাশনাল ব্যাংকসহ দুর্বল ৬ ব্যাংক

ঘোষণা ডেস্ক :একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দেশের ৬টি দুর্বল ব্যাংক। (সোমবার ২৬ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কথা জানান। ব্যাংকগুলো হলো-সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড , ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

এরই মধ্যে এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ পর্যালোচনা করেছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে জুলাইয়ের মধ্যেই এসব ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শেষ হচ্ছে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আসছে জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেয়া হবে। এরপর ভিত্তি শক্ত হওয়ার পর বিদেশি বিনিয়োগকারী খোঁজা হবে।

আহসান এইচ মনসুর বলেন, ‘সরকারের হাতে ব্যাংকগুলো টেম্পোরারি থাকবে। তারপর আমরা এসব ব্যাংকের শেয়ারগুলোকে পাবলিকের কাছে হস্থান্তর করব। আমরা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইনভেস্টরদের কাছে হস্তান্তর করব। তবে এমনটা করা হবে ব্যাংক রি অর্গানাইজেশন হওয়ার পরে।

তিনি বলেন, ‘যেসব ব্যাংকের ক্যাপিটাল অ্যাডোকেসি রেশিও ঘাটতিতে রয়েছে, আমাদের লক্ষ্য হলো চার বছরের মধ্যে তাদের এই রেশিও ১২.৫ থেকে ১৫ শতাংশে উন্নীত করা।’

Check Also

চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করা স্বামী ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করলো র‍্যাব

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ …