শিরোনাম
Home / অপরাধ / প্ল্যান পাশ এবং চাকরী দেওয়ার নামে সিডিএ’র সেকশন অফিসার সুবীরের কোটি টাকা আত্মসাৎ

প্ল্যান পাশ এবং চাকরী দেওয়ার নামে সিডিএ’র সেকশন অফিসার সুবীরের কোটি টাকা আত্মসাৎ

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সেকশন অফিসার সুবীর বড়ুয়া চাকরী জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছালেও অনিয়ম-দুর্নীতির ইতি টানতে তিনি নারাজ। নানা অপকর্মের কারণে বহুবার তিনি শারিরীক ও মানসিকভাবে লাঞ্ছিত হলেও তিনি দীর্ঘ কর্মজীবনে স্বভাব বদলাতে পারেননি। ভবনের প্ল্যান পাশ করানো এবং চাকরী দেওয়ার কথা বলে সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে তিনি পটু। তার বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, পারিবারিক দারিদ্রতাকে জয় করতে সুবীর বড়ুয়া চাকরী জীবনের শুরু থেকে জড়িয়ে পড়েন অনিয়ম-দূর্নীতির সাথে। বিধিবহির্ভূতভাবে প্ল্যান পাশ করিয়ে দেওয়ার চুক্তি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হতে তার বেশীদিন সময় লাগেনি। ঘুষের টাকায় পকেট ভারী হওয়ায় তার জীবনে এসে যায় পরিবর্তন। নগরীর নাসিরাবাদ পলিটেকনিক্যাল এলাকায় ক্রয় করেন বিলাসবহুল ফ্ল্যাট। গ্রামের বাড়ী পটিয়া বাথুয়া এলাকায় নামে-বেনামে অঢেল সম্পদের মালিক তিনি।

জানা যায়, চুক্তি অনুযায়ী বিধিবহির্ভূতভাবে প্ল্যান পাশ করিয়ে দিতে না পারলে তিনি চুক্তির টাকা ফেরত দিতে গড়িমসি করেন। টাকা আদায়ের জন্য তাকে চাপ প্রয়োগ করলে তিনি পরবর্তীতে উক্ত ফাইল বৈধভাবে আবেদন করলে সেখানে আটকে দেওয়ার হুমকী দিয়ে জিম্মি করে টাকা আত্মসাৎ করেন। আওয়ামী সরকারের আমলে নিজেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দাবী করে অনেককে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করিয়ে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মহানগর যুবলীগের এক নেতার ছত্রছায়ায় থেকে তিনি এসব অপকর্ম চালিয়ে যেতেন মর্মেও অভিযোগ রয়েছে। বিভিন্ন অপকর্মের পরেও উক্ত যুবলীগ নেতার শেল্টারে আওয়ামী সরকারের পতন পর্যন্ত নিরাপদে ছিলেন সুবীর। বিনিময়ে ঐ নেতাকে প্রদান করতে হতো মোটা অংকের টাকা।

অনেক সময় ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা আদায়ের জন্য সুবীরের কার্যালয়ে গিয়ে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এই জটিলতা এড়াতে তিনি প্রায় সময় অফিসে অনুপস্থিত থাকেন। সকাল বেলায় কিছু সময় অফিস করে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েন, অনেক সময় ক্যান্টিনে বসে থাকতেও দেখা যায় তাকে। রিয়াজুদ্দিন বাজার এলাকার একজন আবাসন ব্যবসায়ীকে বিধিবহির্ভূতভাবে প্ল্যান পাশ করিয়ে দেওয়ার চুক্তি করে ৫ লক্ষ টাকা অগ্রীম নেন। পরে উক্ত প্ল্যান পাশ করতে ব্যর্থ হলেও সেই ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন সুবীর বড়ুয়া।

আরো জানা যায়, প্ল্যান পাশ ছাড়া সিডিএতে চাকরী দেওয়ার প্রলোভনেও মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন দূর্নীতির এই বরপুত্র সুবীর। সিডিএ চেয়ারম্যান এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে মর্মে জাহির করে তিনি বলে বেড়াতেন অনেক প্রকৌশলীও তার করুণায় চাকরী পেয়েছেন। তার এসব চটকদার কথায় আকৃষ্ট হয়ে অনেক শিক্ষিত বেকার যুবক ধারদেনা কিংবা শেষ সম্বল জায়গা-জমি বিক্রি করে তার হাতে মোটা অংকের টাকা তুলে দেন। সাকিব (ছদ্মনাম) নামে এক দরিদ্র বেকার যুবক ২০২৩ সালের সিডিএ’র নিয়োগে সার্ভেয়ার পদে আবেদন করেন। এসময় শেল্টারদাতা উক্ত যুবলীগ নেতার মাধ্যমে সুবীরের সাথে তার পরিচয় হয়। সুবীর তাকে চাহিত পদে চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নগদে ৩ লক্ষ টাকা ঘুষ নেন। পরবর্তীতে সুবীর তাকে চাকরিতে নিয়োগ প্রদানে ব্যর্থ হলে ভুক্তভোগী প্রদানকৃত ঘুষ ফেরত চাইলে সুবীর আজকাল করে সময় ক্ষেপণ থাকে। একপর্যায়ে বিভিন্ন চাপে পড়ে সমপরিমাণ অর্থের একটি চেক এবং সুবীরের অফিসিয়াল পাসপোর্ট ভুক্তভোগীর নিকট জামানত রাখেন।

জানতে চাইলে সুবীর বড়ুয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, আমি কারো কাছ থেকে কখনো কোন প্রকার ঘুষ গ্রহণ করিনি। অনেকের সাথে যেসব লেনদেন রয়েছে সেগুলো সাধারণ ঋণের টাকা। যা পরিশোধে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

সিডিএ’র কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সাথে আলাপ করে জানা যায়, সুবীর বড়ুয়া একজন আপাদমস্তক দূর্নীতিবাজ লোক। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকজন অফিসে জটলা পাকায়। সেই ভয়ে তিনি নিয়মিত অফিসেও বসতে পারেন না। তার এসব অপকর্মের দায় অফিস বহণ করবেনা বলেও জানান তারা। তারা আরো জানান, মহানগরের এক প্রভাবশালী যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে ভুক্তভোগীদেরকে হুমকি ধমকী দিলেও সরকার পতনের পর থেকে তিনি অনেকটা অসহায় হয়ে পড়েছেন।

★ ২য় পর্বের অনুসন্ধানে প্রকাশিত হবে এই দূর্নীতিবাজ কর্মকর্তা সুবীর বড়ুয়ার অনিয়ন্ত্রিত ও অন্ধকার জীবন নিয়ে বিশেষ প্রতিবেদন। যেখানে রয়েছে তার মাদক ও জুয়া আসক্তির ভয়ংকর তথ্য।

Check Also

চট্টগ্রামে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১ 

এম.জিয়াউল হক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস এবং …