শিরোনাম
Home / অপরাধ / প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ২১ ভরি অলংকারসহ গ্রেফতার প্রেমিক ভুয়া সাংবাদিক

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ২১ ভরি অলংকারসহ গ্রেফতার প্রেমিক ভুয়া সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের সূত্র ধরে পরিচয় ও ভাব আদান-প্রদান। এরপর কলেজছাত্রী নাফিসা বিনতে আলমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শাফায়েত উল্লাহ আকাশ নামে এক তরুণ। পরে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় ২১ ভরি স্বর্ণ ও নগদ টাকা।

বৃহস্পতিবার(২২ মে) রাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ ভরি স্বর্ণসহ শাফায়েতকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে কয়েকটি অখ্যাত গণমাধ্যমের আইডি কার্ডও উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে সিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন। প্রেমের ফাঁদে ফেলে স্বর্ণ আত্মসাৎ ও আসামি গ্রেফতারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়- কলেজছাত্রী নাফিসা বিনতে আলমের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচয়ের পর ধীরে ধীরে তারা পরস্পরের ব্যক্তিগত ছবি আদান-প্রদান করেন; কিন্তু কিছুদিন পরই শুরু হয় ব্ল্যাকমেইল। ছবি এডিট করে অশ্লীল করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করেন শাফায়েত। প্রথমে দাবি করেন দুই লাখ টাকা।

মেয়েটি জানান, তিনি টাকা দিতে পারবেন না। তখন শুরু হয় আরো কঠিন শর্ত; বাসা থেকে মায়ের সোনার গয়না এনে দাও। পরিবারের মানসম্মানের কথা ভেবে ৫ মার্চ দুপুরে চন্দনপুরা দিদার মার্কেটের কাছে সাফা আর্কেট কমিউনিটি সেন্টারের সামনে শাফায়েতকে মায়ের এক জোড়া স্বর্ণের চুড়ি (ওজন ২ ভরি) এনে দেন। এরপর শুরু হয় ধাপে ধাপে আরও সোনার গয়না তুলে দেওয়া। চুড়ি, চেইন, আংটি, নেকলেস ও দুল মিলিয়ে মোট ২১ ভরি সোনা তুলে দেওয়া হয় প্রেমিকের হাতে।

যার বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা। শুধু তাই নয়, ১৫ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে তুলে দেওয়া হয় আরও ১ লাখ ৬০ হাজার টাকা। পরে বিষয়টি পরিবারের কাছে জানাজানি হলে পুলিশকে জানানো হয়। তদন্তে নামে কোতোয়ালি থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শাফায়েত উল্লাহ আকাশকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে ১৬ ভরি সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়। শাফায়েত উল্লাহর বাড়ি সাতকানিয়া উপজেলার দেওদীঘি এলাকায়।

ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন  জানান, তাকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

পাসপোর্টের বিতর্কিত সেই ৩ পরিচালক দুদকের জালে

ঘোষণা ডেস্ক : পাসপোর্ট অধিদফতরের বিতর্কিত সেই ৩ পরিচালকের বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে। ঘুষ, দুর্নীতিসহ …