
ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ঘুমন্ত অবস্থায় আপন বড় ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করেছেন ছোট ভাই ও তার স্ত্রী। খুনের পর লাশ নিয়ে পালানোর সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু’জনই ইয়াবা-আসক্ত এবং পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
বুধবার (২১ মে) গভীর রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ২ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাহেদ (৩৫) রাউজানের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ঘটনার পর চান্দগাঁও থানা পুলিশ নিহতের ছোট ভাই মো. জাহেদ (২৭) এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে (২৬) গ্রেপ্তার করে।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সাহেদ ও জাহেদ দুবাই প্রবাসী ছিলেন। দেশে ফিরে দুই ভাই বেকার অবস্থায় চান্দগাঁও আবাসিকে একই বাসায় থাকতেন। সাহেদের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে কিছুদিন আগে।
তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে একজন অ্যাম্বুলেন্স চালকের কল পেয়ে পুলিশ অভিযান চালায়। কাপ্তাই রাস্তার মাথার কাছে একটি অ্যাম্বুলেন্স আটক করে রক্তাক্ত সাহেদের লাশ উদ্ধার করা হয়। সঙ্গে থাকা জাহেদ ও তাসমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবাসেবন ও পারিবারিক বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় ঝগড়ার পর রাতে ঘুমিয়ে পড়েন সাহেদ। গভীর রাতে ঘুমন্ত সাহেদকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন জাহেদ ও তাসমিন।
ওসি বলেন, হত্যার পর লাশ গোপনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। প্রথমে সিএনজিতে করে বাসা থেকে বের করে এনে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর তারা রাউজানের নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় চালক সন্দেহজনক আচরণ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।