
নিজস্ব প্রতিবেদক : নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একজন সহকারী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান শুরু করে।
বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী আইনুল হুদা চৌধুরীর কক্ষে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করছে দুদকের কর্মকর্তারা
তবে কার্যালয়ের পরিচালক মাসুদ আলম তখন উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “দুদক তো আমাদের জানিয়ে আসেনি। আমি বর্তমানে একটি ড্রাইভিং স্কুল পরিদর্শনে আছি।”
সেবা গ্রহীতাদের অভিযোগ, বিআরটিএ কার্যালয়ে ঘুষ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। লাইসেন্স, গাড়ির ফিটনেস কিংবা ফাইলপত্রে স্বাক্ষর—সবকিছুতেই অর্থ ছাড়া নানা ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে দুদক কর্মকর্তাদের।