শিরোনাম
Home / অপরাধ / মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম মহানগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে চকবাজার থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। দুপুরে ওই ছাত্রলীগ নেত্রীকে হেফাজতে নিলেও রাতে ঘটনাটি জানাজানি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ- ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন কাকন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী উস্কানি দিচ্ছিলেন এই ইসরাত জাহান।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মহসিন কলেজ ক্যাম্পাসে ইসরাত জাহান কাকন নামে ওই ছাত্রীকে অবরুদ্ধ করে থানায় খবর দেয় শিক্ষার্থীরা। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান ওসি।

Check Also

চট্টগ্রামের ‘হান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টে বাসি মাংস, আড়াই লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার অন্যতম অভিজাত খাবার প্রতিষ্ঠান হাান্ডি আর ধাবা রেস্টুরেন্ট। পরিষ্কার-পরিচ্ছন্ন …