
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সহপাঠী চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
রাহাত চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে। সে নগরীর সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল রাহাত।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ২৯ এপ্রিল স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরেনি রাহাত। কথা কাটাকাটির জেরে কয়েক বন্ধু মিলে রাহাতকে পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় তাকে হামিদচরের খালে ফেলে দেয়। কর্ণফুলী নদীর শাখা খালে পানি কম থাকায় মরদেহ কাদায় আটকে যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, রাহাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে হেফাজতে আনা হয়েছে।