শিরোনাম
Home / অপরাধ / ফটিকছড়িতে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক কারাগারে

ফটিকছড়িতে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক কারাগারে

ঘোষণা ডেস্ক : ফটিকছড়ি সদরে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ২৭ এপ্রিল রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টারের) ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।

এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

মামলার আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে মো: নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

ওই শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা বলে জানা যায়- গত শনিবার থেকে তাকে বলাৎকার করা হয়। শেষমেষ সে শিক্ষার্থী সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন- অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা পরবর্তী তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন সিএমপি কমিশনার, আইজিপি ব্যাজ পাচ্ছেন ১২ জন

ঘোষণা ডেস্ক :প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন সিএমপি কমিশনার হাসিব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *