
ঘোষণা ডেস্ক :পুলিশ কনস্টেবলে চাকরি পাইয়ে দিতে ১০ লাখ টাকার চুক্তি করেন প্রার্থীর সঙ্গে। চুক্তি শুধু মৌখিক নয়, লিখিত চুক্তিনামা সংরক্ষণ করে রাখেন আব্দুল মতিন। তার বাসা থেকে এই চুক্তিনামাসহ কয়েকটি ব্যাংকের চেক উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে আব্দুল মতিন নামের ওই ব্যক্তিতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার(২৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ সুপার জানিয়েছেন, আব্দুল মতিন এক কনস্টেবল চাকরি প্রার্থীর অভিভাবকের সঙ্গে মোটা অংকের অর্থের একটি চুক্তি করে। তাদের চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা হাতেনাতে গ্রেপ্তার করে।
পরে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরো একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়। যেখানে ভিকটিমের সঙ্গে প্রতারকের ১০ দশ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদিত হয়েছে।
মতিনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।