শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের বাকলিয়ায় ৩ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় ৩ শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৩ শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিনকে রবিবার (২০ এপ্রিল) রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানাধীন ইসহাকের পুল এলাকার একটি মাদ্রাসার শয়নকক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গিয়াস উদ্দিন (৪৫) ‘মানারুল কোরআন মাদ্রাসা’র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ইসহাকেরপুল ইউসুফের বাড়িতে থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা কক্সবাজারের পুকখালী এলাকায়। বলাৎকারের শিকার ৩ শিশুই মাদ্রাসাটির ছাত্র।

ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। বর্তমানে মামলাটি বাকলিয়া থানায় তদন্তাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভুক্তভোগীদের কাউন্সিলিং ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

Check Also

চট্টগ্রামের ‘হান্ডি’ ও ‘ধাবা’ রেস্টুরেন্টে বাসি মাংস, আড়াই লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর জিইসি এলাকার অন্যতম অভিজাত খাবার প্রতিষ্ঠান হাান্ডি আর ধাবা রেস্টুরেন্ট। পরিষ্কার-পরিচ্ছন্ন …