শিরোনাম
Home / চট্টগ্রাম / প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র শাহাদাত হোসেন

প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন চসিক মেয়র শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে চিঠি দেওয়া হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো। বর্ণিত ডিও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘চসিকের আগের মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন। একইভাবে বর্তমান মেয়রকেও যাতে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয় সেজন্য সংশ্লিষ্ট সংস্থায় চিঠি দেওয়া হয়। ওই চিঠির আলোকে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয় মন্ত্রিপরিষদে। প্রধান উপদেষ্টার দফতর থেকে এটি অনুমোদিত হয়ে আসবে। আশা করছি, শিগগিরই অনুমোদিত হবে।’

২০২৪ সালের ৫ নভেম্বর চসিক মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডা. শাহাদাত। এর আগে ওই বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছিলেন পরাজিত প্রার্থী শাহাদাত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চট্টগ্রামের মেয়র রেজাউল করিম কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৯ আগস্ট ওই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। তবে নির্বাচনি ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গত ১ অক্টোবর শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করে রায় দেন আদালত। ৮ অক্টোবর চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক এই আহ্বায়ককে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

Check Also

থানার ওসি পরিচয়ে শো-রুম থেকে টিভি-ফ্রিজ হাতিয়ে নেওয়া সেই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের আনোয়ারায় থানার ওসির নাম ভাঙ্গিয়ে দুটি ইলেকট্রনিক্স শো-রুম থেকে সুকৌশলে ফ্রিজ, স্মার্ট …