শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার

চট্টগ্রামে বাসে আটকে রেখে কিশোরীকে রাতভর ধর্ষণ, চালক ও হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বাসের ভেতর আটকে রে এক কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসে পুলিশ। আর ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেফতার ২ জন হলেন, বাসের চালক লোকমান তারেক (২৬) এবং হেল্পার হানিফ (৩৬)। তবে অভিযুক্ত সুপার ভাইজার মোবারক হোসেন পলাতক রয়েছে।

জানা গেছে, কিশোরী মঙ্গলবার(১৫ এপ্রিল) দুপুর আড়াইটার সময় কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসটিতে চট্টগ্রামে আসছিল। অন্য যাত্রীরা বিভিন্ন জায়গায় নেমে গেলেও মেয়েটিকে শহরের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেয়ার কথা বলে বাস টার্মিনাল এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে ৩জন। বুধবার সকালে কিশোরীটি চান্দগাঁও থানায় উপস্থিত হয়ে তার ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের বর্ণনা দেয় পুলিশকে। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষকদের ধরতে অভিযানে নামে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেনে। সুপার ভাইজার মোবারক হোসেনও জড়িত ছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘২ জনকে গ্রেফতারের পর থানায় আনা হয়েছে। পলাতক আসামি মোবারককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

Check Also

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতের ২১ প্রার্থীই জয়ী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে ২১ প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচনী কার্যক্রমে ২১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *