শিরোনাম
Home / আদালত / আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম কারাগারে

ঘোষণা ডেস্ক :বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর মো. শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে পিবিআইয়ের উপপরিদর্শক শাহীন মিয়া কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান-২ থেকে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে আন্দোলনে অংশ নেন মো. শামীম (১৩)। এদিন বিকেলে আসামিরা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করলে শামীম আগুনে দগ্ধ হন। পরে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৩ অক্টোবর ভুক্তভোগীর মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন৷

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Check Also

বাজিতপুরে ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা, দূর্বৃত্তদের হামলায় মহিলা সাংবাদিকসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন পিরোজপুর বাজারে ক্যাবল ব্যবসা দখলে নিতে মরিয়া একটি সংঘবদ্ধ প্রভাবশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *