শিরোনাম
Home / অপরাধ / সিএমপির বায়ে‌জিদে ২ ইয়াবা ব্যবসায়ী আটক

সিএমপির বায়ে‌জিদে ২ ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : সিএমপির বায়েজিদে ৫ হাজার ৫০ পিস ইয়াবাসহ মোঃ আলী (৩৮) ও মোঃ আব্দুল্লাহ (১৯) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। মঙ্গলবার (৮ এ‌প্রিল) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।

তিনি বলেন, বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা আ/এ, ৭নং রোডের পশ্চিম মাথা আমব্রেলা একাডেমির পশ্চিম পাশে জনৈক মিজানের বাড়িতে অভিযান চা‌লিয়ে তাদের আটক করা হয়।

ও‌সি বায়ে‌জিদ আ‌রিফুর রহমান আ‌রও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারি সন্ত্রাসীদের বিরু‌দ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে‌ছি। আমি প্রতি‌দিন অ‌ভিযান প‌রিচালনা করছি। কোন অপরাধীর স্থান আমার থানা এলাকায় হবে না।

Check Also

চট্টগ্রামের চন্দনাইশে সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে …