
ঘোষণা ডেস্ক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী জুলাই আগস্ট আহত যোদ্ধা’র (এনজেএএফ) উদ্যোগে আহত যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল ও ফারহান জামিলের নেতৃত্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহত যোদ্ধা আলিফ উদ্দিন রুবেল।
তিনি বলেন, ৫ই শে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং স্বৈরাচারের পতন ঘটে। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহত যোদ্ধা মোহাম্মদ আরিফ ইসলাম, জহুরুল ইসলাম জিসান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মুহিত, মোঃ আশিক, মাওলানা ওসমান কাসেমী, মোঃ এরশাদ, ইব্রান ওয়াহিদ মারুফ প্রমুখ।