শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে অনুদানের নামে ফোন নম্বর সংগ্রহ করে কুপ্রস্তাব, হুজুরকে পুলিশ হেফাজতে

চট্টগ্রামে অনুদানের নামে ফোন নম্বর সংগ্রহ করে কুপ্রস্তাব, হুজুরকে পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুপ্রস্তাবের অভিযোগে নুরুল আলম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৪ মার্চ) রাতে নগরীর দুই নম্বর গেট হিসাব ভবন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এমদাদুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ওই ব্যক্তি একটি মাদ্রাসার সহকারী পরিচালক পরিচয়ে অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। সম্প্রতি তাদের ইভটিজিং বিরোধী একটি সংগঠনের এক নারী স্বেচ্ছাসেবককেও একই রকম প্রস্তাব দেন তিনি। এতে সংগঠনের সবাই মিলে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।

অভিযুক্ত নুরুল আলমের মোবাইল ফোন পর্যালোচনা করে আরও ১৮ জন নারীর সঙ্গে আপত্তিকর আলাপ ও কুপ্রস্তাব দেওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

এই বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে একটা লোককে শিক্ষার্থীরা ধরে নিয়ে আসছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়তে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি : মেয়র

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, নিরাপদ এবং সবুজ চট্টগ্রাম …