শিরোনাম
Home / আদালত / মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়: বকশিগঞ্জের ইউএনও

মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়: বকশিগঞ্জের ইউএনও

ঘোষণা ডেস্ক :বাল্যবিয়ে রোধে কোর্ট ম্যারেজের নামে উকিল ম্যারেজ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভার আলোচনায় তিনি এ কথা বলেন।

ইউএনও আরও বলেন, ‘বাল্যবিয়ে রোধ করতে হলে কোর্টের হলফনামাকে কোর্ট ম্যারেজ বলা বন্ধ করতে হবে। মূলত কোর্ট ম্যারেজ আইনত স্বীকৃত বিয়ে নয়। কোর্ট ম্যারেজের নামে যেসব বিয়ে দাবি করা হয়, সেই ভিকটিমকে বেশিরভাগ সময় প্রতারণার শিকার হতে হয়।’

এর আগে আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ে বন্ধ করা নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা বাল্যবিয়ের জন্য কোর্ট ম্যারেজকে অনেকাংশে দায়ী করেন। প্রয়োজনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সঠিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

আলোচনা সভায় ইউএনও মাসুদ রানা বলেন, কোর্ট ম্যারেজ বিয়ের জন্য কোনো বৈধ পন্থা নয় তা সবাইকে জানাতে হবে। বয়স ঘোষণা করা আর বিয়ে সম্পন্ন করা এক জিনিস নয়। তাই কোর্ট ম্যারেজ শব্দটাকে বিয়ে বলা বন্ধ করতে হবে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

বড় চমক জন্ম-মৃত্যু নিবন্ধনে, নাগরিক সনদ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ইস্যুতে

নিজস্ব প্রতিবেদক : দেশে সাধারণ মানুষকে সরকারি সেবা পেতে হরহামেশা নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। ভোগান্তি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *