শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

চট্টগ্রামে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামে নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় এই মর্মস্পর্শী ঘটনা ঘটে।

রবিবার (৯ মার্চ) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনা নিশ্চিত করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিমের মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। সেদিন মা কর্মস্থলে যাওয়ায় বাসায় একা থাকা অবস্থায় প্রদীপ কুমার বণিক(৫২) তার কন্যা বর্ষা(১০)কে ধর্ষণ করে।

ভিকটিম পুলিশকে জানায়, এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে। এবার মায়ের পরামর্শে বর্ষা একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ফুটেজই অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনাটি প্রকাশের পর পুলিশ প্রদীপ কুমার বনিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি।

গ্রেপ্তার আসামি প্রদীপ কুমার বনিক চকবাজার মতি টাওয়ারের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, ভিকটিমের জবানবন্দি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সৌপর্দ করা হবে।

Check Also

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ মামলার এজাহারে লোমহর্ষক বর্ণনা

ঘোষণা ডেস্ক : বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটি হাসপাতালে মৃত্যুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *