শিরোনাম
Home / অপরাধ / রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি- ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেপ্তার ১৪

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি- ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেপ্তার ১৪

ঘোষণা ডেস্ক : শেখ হাসিনার চাচা শেখ কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও তিন লাখ টাকা নেয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর কলাবাগান থানার আহ্বায়ক সালমানসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার কলাবাগান এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালমানসহ ১৪ জনকে আটক করে। আটকের পর তাদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Check Also

ধর্ষণ মামলা তুলে নিতে চান মুরাদনগরের সেই নারী

ঘোষণা ডেস্ক :কুমিল্লা মুরাদনগরের ধর্ষণের ঘটনায় মূল আসামি ফজর আলীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ …