শিরোনাম
Home / অপরাধ / রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি- ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেপ্তার ১৪

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি- ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেপ্তার ১৪

ঘোষণা ডেস্ক : শেখ হাসিনার চাচা শেখ কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও তিন লাখ টাকা নেয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর কলাবাগান থানার আহ্বায়ক সালমানসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার কলাবাগান এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালমানসহ ১৪ জনকে আটক করে। আটকের পর তাদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Check Also

বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশি বিচারে ৫০ হাজার টাকায় মীমাংসা, আটক ৩

ঘোষণা ডেস্ক :বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘ‌টে। এ ঘটনা …