শিরোনাম
Home / অপরাধ / রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি- ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেপ্তার ১৪

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি- ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেপ্তার ১৪

ঘোষণা ডেস্ক : শেখ হাসিনার চাচা শেখ কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও তিন লাখ টাকা নেয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর কলাবাগান থানার আহ্বায়ক সালমানসহ ১৪ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।

শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার কলাবাগান এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালমানসহ ১৪ জনকে আটক করে। আটকের পর তাদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে ১৪ জন থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

Check Also

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন স্বামীর পাশে

ঘোষণা ডেস্ক:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার …