শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী ইফতার ও সেহেরি

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসব্যাপী ইফতার ও সেহেরি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্রগ্রাম সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন চলবে রমজান মাসব্যাপী।

রবিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে রমজানের প্রথম দিন প্রায় ৬শ’ মানুষকে ইফতার করানো হয়। নগরের ছিন্নমূল মানুষের জন্য বিনামূল্যে মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ আয়োজনের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য বিত্তবান মানুষেরাও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াবেন এমন আশাবাদ ব্যক্ত করেন চসিক মেয়র শাহাদাত হোসেন।

এদিন, সিআরবি এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। চসিকের সার্বিক সহযোগিতায় পুরো রমজান মাসব্যাপী ইফতার ও সেহরির আয়োজন চলবে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন বলেন, ‘সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান নিয়ে প্রতি বছর পবিত্র রমজান মাস আমাদের সামনে হাজির হলেও ধনী দরিদ্রের বৈষম্য রয়ে যায়। তাই ইফতারের মুহুর্তে সেই বৈষম্য ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে এই ধরনের আয়োজন আমরা করে থাকি। সারাদেশে লক্ষাধিক ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সেহরি খাওয়াব আমরা। চট্টগ্রামের বিপ্লব উদ্যান, সিআরবিসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন এক হাজার মানুষ বিনামূল্যে সেহরি ও ইফতার পাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল হক মারুফ, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবুদ্দিন বাবু, পাঁচলাইশ থানার ওসি মো. সোলেমান এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Check Also

চট্টগ্রামে অনুদানের নামে ফোন নম্বর সংগ্রহ করে কুপ্রস্তাব, হুজুরকে পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মাদ্রাসার জন্য অনুদান সংগ্রহের নামে নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *