শিরোনাম
Home / অপরাধ / চকরিয়ার গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারের ক্ষোভে ওসির ভাইয়ের গরু লুট!

চকরিয়ার গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেফতারের ক্ষোভে ওসির ভাইয়ের গরু লুট!

ঘোষণা ডেস্ক : কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে করে গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা।

রোববার (২ মার্চ) রাত সোয়া ১টার দিকে সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে ঘটনাটি ঘটে।

মাস্টার আহমদ কবিরের ছেলে, মনিরুল কবির রাশেদ গরুগুলো পালন করতেন। তার বড়ভাই জাহেদুল কবির সিএমপির চকবাজার থানার ওসি।

সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেন থানার ওসি জাহিদুল কবির। স্থানীয়দের ধারণা, এই ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটে থাকতে পারে।

পেকুয়া থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।

স্থানীয়রা জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। গরু চুরির জন্য অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

Check Also

পরীক্ষা নিয়ন্ত্রকের ছেলের ফলাফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক :এইচএসসি পরীক্ষায় ফল জালিয়াতির অভিযোগে হওয়া মামলায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *