শিরোনাম
Home / জাতীয় / ডিবি পরিচয়ে কাউকে তুলে নিলে জানানোর আহ্বান

ডিবি পরিচয়ে কাউকে তুলে নিলে জানানোর আহ্বান

ঘোষণা ডেস্ক :গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কাউকে তুলে নেওয়া হলে তা জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অলআউট অ্যাকশন শুরু হবে।

শনিবার (১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবিপ্রধান। রেজাউল করিম মল্লিক বলেন, ‘ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। রমজানে শপিংমল, বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ থাকে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। ছদ্মবেশে সাধারণ মানুষদের মাঝে মিশে থাকা অপরাধীদের আটক করা হবে।’

গোয়েন্দা তথ্যের কথা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, অপরাধীদের মধ্যে একটি বড় অংশই ১৫ থেকে ৩০ বছর বয়সী। পতিত সরকারের কিছু লোকজন কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Check Also

সাদিক অ্যাগ্রোর ইমরানের পক্ষে শুনানীতে অংশ নেওয়ায় আইনজীবী মাসুদের সব পদ স্থগিত

ঘোষণা ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *