
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর দায়ের কোপে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্ত্রী নূর জাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার(২২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন মর্জিনার মার কলোনিতে এ ঘটনা ঘটে।
খুনের শিকার মো. আলাউদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার চতুর্থ স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, আলাউদ্দিন সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিবাগত রাত ২টার দিকে বাসার মধ্যেই ধারাল দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।
মাহমুদা বেগম আরও জানান, ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। একই সময় ঘটনাস্থলে থাকা আসামি নুর জাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।