শিরোনাম
Home / জাতীয় / দুর্নীতি করে অবসরে গেলেও ছাড় পাবেন না সরকারি কর্মকর্তারা- সিনিয়র সচিব

দুর্নীতি করে অবসরে গেলেও ছাড় পাবেন না সরকারি কর্মকর্তারা- সিনিয়র সচিব

ঘোষণা ডেস্ক : যেসব সরকারি কর্মকর্তা দুর্নীতি করে অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদকে মামলা দেওয়া হচ্ছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, যারা অবসরে চলে গেছেন, কিন্তু সার্ভিসে অনেকের নামে কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অবসরে যাওয়া মানেই যে মুক্তি তা নয়। এই অপরাধের সঙ্গে যারা জড়িত অবসরে যাওয়ার পরও ফলোআপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না।

তিনি বলেন, যাদের দুর্নীতি থাকবে তাদের পুরো কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠিপত্র চলে গেছে।

এখন যারা অতিরিক্ত সচিব-সচিব রয়েছেন, তাদের কারো কারো বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বিভিন্ন অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেও বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত আসছে কি না— এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব বলেন, সিদ্ধান্ত হয়েছে যাদের নামে দুর্নীতি, অতিরঞ্জন, আইনের বাইরে থেকে অতিরঞ্জন হিসেবে যে কাজগুলো করেছেন, তাদের বিষয়টিও প্রক্রিয়াধীন। চাকরি বিধির অধীনে যার যে সাজা তারাও পাবে।

Check Also

‘তহবিল সংকটে অনাহারে অনেক রোহিঙ্গার মৃত্যু হতে পারে’

ঘোষণা ডেস্ক :কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *