শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ২ কোটি টাকা আত্মসাৎ : পলাতক সমবায় ‘চেয়ারম্যান’ গ্রেপ্তার

চট্টগ্রামে ২ কোটি টাকা আত্মসাৎ : পলাতক সমবায় ‘চেয়ারম্যান’ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় সমবায় সমিতির নামে প্রতারণা করে ২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সমবায় ‘চেয়ারম্যান’ রাশেদুল ইসলাম রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ নূরুল আমিন সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত দুইটার দিকে গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানিয়েছে, শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড ও প্রাইম দারিদ্র ও শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেডের নামে দুটি সমবায় খুলেন রাশেদুল ইসলাম রাজ। দুটিরই চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। ২৫০ থেকে ৩০০ জনের  প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন বলেন, সমবায় সমিতির নামে টাকা আত্মসাৎ করে পালিয়ে ছিলেন অভিযুক্ত রাশেদ। এ ঘটনায় থানায় মামলা হলে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫/০২/২০২৪ইং তারিখের মামলা নং-২২।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …