
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড়ে গ্যাসের পাইপ ফেটে সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার(১৫ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে পাইপ ফুটো হয়ে আগুন জ্বলে ওঠে। এ সময় মুরাদপুর থেকে জিইসিগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাতে হঠাৎ সড়কের ওপর আগুন জ্বলে ওঠে। পরে ২ নম্বর গেট থেকে জিইসিগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।
রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বায়েজিদ স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান প্রথম আলোকে বলেন, সড়কে খোঁড়াখুঁড়ির কারণে পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপ ফুটো হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মুরাদপুর, রহমান নগর, আলফালাহ গলি, মেয়র গলিসহ সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। পাইপ থেকে গ্যাস পুরোপুরি চলে যাওয়ার পর আগুন নেভানো যাবে। মেরামতের বিষয়ে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিক খান বলেন, ফুটো খুঁজে বের করতে কিছু সময় লাগবে। কারণ, ফুটো হয়েছে মাটির নিচে।