শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামের চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১০

চট্টগ্রামের চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো.শাহজাহান (৩৮), মো. বাবুল শরীফ (৪৮), মো. আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) ও সৈয়দ ছালাম (৪০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় বহদ্দারহাট খুইল্লা মিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন বিল্ডিং থেকে তাদের আটক করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

Check Also

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা  গ্রেপ্তার

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার …