শিরোনাম
Home / চট্টগ্রাম / চাঁদাবাজদের জন্য তদবির করলে চিহ্নিত করা হবে : চট্টগ্রামের পুলিশ সুপার

চাঁদাবাজদের জন্য তদবির করলে চিহ্নিত করা হবে : চট্টগ্রামের পুলিশ সুপার

ঘোষণা ডেস্ক : চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম শিবচতুর্দশী মেলায় দোকান, যানবাহন বা অন্য কোন কিছু থেকে যেন কোন চাঁদাবাজি না হয় সেদিকে সকল রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা ও মেলার স্বেচ্চাসেবকদের কঠোরভাবে মনিটরিং করতে হবে। কেউ চাঁদাবাজি করলেই তাকে গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে কোন দলীয় তদবির গ্রহণ করা হবে না। বরং কেউ তদবির করলে তাকে তদবিরকারী হিসেবে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হবে। এজন্য আমি একটি ফরম তৈরি করেছি। সেখানে তদবিরকারীকে স্বাক্ষর করতে হবে। অপরাধীকে বাঁচানোর সহযোগি হিসেবে তদবিরকারীর নাম স্থায়ীভাবে লিখে রাখা হবে যেন ভবিষ্যতে তদবিরকারীও ভালো কোন অবস্থানে যেতে না পারে। চন্দ্রনাথ ধামে আসন্ন শিব চতুর্দশী ও দোল পূর্নিমা মেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারী) দুপুর ২টায় চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম পুলিশ সুপার আরো বলেন, এবারের মেলাটি হবে সম্প্রীতির উদাহরণ। এখানে দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী আসেন। তাদেরকে নিরাপদে তীর্থ করে ফিরে যেতে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেব। পুলিশ ১১টি ভাগে বিভক্ত হয়ে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেবে। তিনি উপস্থিত রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ৫ আগষ্টের পর পরিবর্তিত পরিস্থিতি দুর্গা পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠানকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে আপনারা সর্বাত্নক সহযোগিতা করেছেন। মঠ-মন্দির পাহারা দিয়েছেন। শিব চতুর্দশী মেলা আমাদের দেশের ভাবমূর্তির বিষয়। ছোট ছোট ঘটনা বড় ঘটনার জন্ম দেয়। আন্তর্জাতিকভাবে আমাদেরকে বড় সমস্যায় ফেলে। এসব যেন না হয় তা দেখতে হবে সবাইকে।

পুলিশ সুপার বলেন, এই মেলাটিকে সুন্দরভাবে শেষ করে আমরা সবাইকে সম্প্রীতির মেসেজ দিতে চাই। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ, মেলা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় পুলিশ সুপার উপস্থিত সকলের কাছে জানতে চান এ মেলা সুষ্ঠ করতে তারা কী কী পদক্ষেপ নিচ্ছেন।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক এড. চন্দন দাশ বলেন, মেলাকে নিরাপদ করতে স্রাইন কমিটি ও মেলা কমিটি যৌথভাবে কাজ করবে। মেলায় পাহাড় থেকে সমতলে থাকবে সিসি ক্যামেরা। রাতে পুরো তীর্থভূমিতে আলোর ব্যবস্থা করা হবে। থাকবে ৫ শতাধিক স্বেচ্চাসেবক। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্যরা মেলা তদারকি করবেন। সবার সহযোগিতায় একটি সুন্দর মেলা সম্পন্ন করতে চান বলে মন্তব্য করেন মেলা কমিটির নব নির্বাচিত সম্পাদক মনোজ কুমার নাথ।

এতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, সহ-সেক্রেটারি এড. আশরাফ হোসেন। আরো উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন উর্দ্ধতন বিভিন্ন অফিসার, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবর রহমান, স্রাইন কমিটির যুগ্ন সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সদস্য অশোক চক্রবর্তী, মেলা কমিটির অতিরিক্ত সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, যুগ্ন সম্পাদক অপু চৌধুরী আকাশ, যুগ্ন সম্পাদক মিটন রবি দাশ, সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক, অর্থ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ এবং স্রাইন কমিটির কর্মকর্তা তুষার চক্রবর্তী ও এড. রাজীব দাশ।

Check Also

চট্টগ্রামে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

ঘোষণা ডেস্ক :চট্টগ্রামে নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানার বলুয়ারদিঘীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *