শিরোনাম
Home / অপরাধ / সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

সাবেক সিএমপি কমিশনার সাইফুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একইসাথে তাকে চান্দগাঁও থানা এলাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

জানা যায়,  ‘রাজধানী থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।’

আদালত সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ বিকেল ৩টার দিকে আদালতে তোলা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া অংশ নেন। আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকে হামলায় যোগ দেন। গত বছরের ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় গুলিতে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় হৃদয়কে। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ২৩ জুলাই মারা যান তিনি।

এ ঘটনায় হৃদয়ের বন্ধু আজিজুল হক বাদী হয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানায় ২০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

এর আগে, বুধবার দুপুরে রাজধানী থেকে সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৩ আগস্ট তাকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) থেকে চট্টগ্রাম নগর পুলিশের ৩২তম কমিশনার হিসেবে পদায়ন করা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে ২১ আগস্ট  রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।

Check Also

কাপড়ের অতিরিক্ত দাম নিলে দোকান সিলগালা- চট্টগ্রামের ডিসি

বিশেষ প্রতিনিধি : ঈদ বাজারে কাপড় ব্যবসায়ীরা কাপড়ের অতিরিক্তি দাম নিচ্ছেন- এমন অভিযোগ পেলে দোকান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *