শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রামে ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে ২৫ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরে একটি ভবন থেকে ২৫ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ছেলে ৮ জন এবং মেয়ে ১৭ জন রয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ২ নং গেইট এলাকায় “ইয়াকুব ট্রেড সেন্টার” নামের ওই ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, তারা ওই ভবনে ‘কাপল ড্যান্স’পার্টির নামে অশ্লীল নাচানাচি করছিলেন। আটকদের একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ছেলে ৮ জন এবং মেয়ে ১৭ জন রয়েছেন।”

ওসি আরও বলেন, “পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে এক জনের কাছ থেকে ৭০ ক্যান মাদক (বিয়ার) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।” বাকিদের  বিরুদ্ধে সচরাচর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ভবনটির মালিক এলডিপি দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের সপ্তম তলায় ড্যান্স পার্টি চলছিল। মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ।

Check Also

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, চাক্তাইয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম নগরের চারটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *