শিরোনাম
Home / জাতীয় / শেখ হাসিনাসহ আ.লীগ নেতাদের বিচারের রায় অক্টোবরের মধ্যে: আসিফ নজরুল

শেখ হাসিনাসহ আ.লীগ নেতাদের বিচারের রায় অক্টোবরের মধ্যে: আসিফ নজরুল

ঘোষণা ডেস্ক : শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে দায়ের হওয়া তিন থেকে চারটি মামলার বিচারের রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

এসব মামলায় শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা ছাড়াও সাবেক কিছু পুলিশ কর্মকর্তা ও আমলার নামও রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলাবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “এই তিন চার মামলায় আসামির মধ্যে আছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতা, পুলিশ, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক আমলারা।”

তিনি বলেন, “এখন পর্যন্ত তিনশোর বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন টিম যাচাই-বাছাই করে ১৬টি মামলা দায়ের করেছে আনুষ্ঠানিকভাবে। এই ১৬টি মামলার মধ্যে চারটি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যেই শেষ হবে বলে আমরা আশা করি। এরপর চার্জশিট ঘটনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে”।

“আনুষ্ঠানিক বিচার কাজ শুরুর পর আইন অনুযায়ী তিন সপ্তাহ সময় এটা ডিফেন্স টিমকে দিতে হয়। ঈদের পর এপ্রিল মাস থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে”।

অধ্যাপক নজরুল বলেন, “মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আমরা আশা করি”।

এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই পলাতক রয়েছে।

শেখ হাসিনাকে কী ভারত ফেরত দিবে? এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “আমাদের এই আইনে যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। আমরা তাকে (শেখ হাসিনাকে) আনার সর্বাত্মক চেষ্টা করছি। ভারতের মনোভঙ্গি দেখে মনে হচ্ছে তারা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে”।

অধ্যাপক আসিফ নজরুল জানান, পুরো বিচার শেষ হতে ট্রাইব্যুনালের এক থেকে দেড় বছর সময় লাগছে।

Check Also

সাদিক অ্যাগ্রোর ইমরানের পক্ষে শুনানীতে অংশ নেওয়ায় আইনজীবী মাসুদের সব পদ স্থগিত

ঘোষণা ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *